পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৮ জুলাই রবিবার দুপুর ২টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত শুরু হতে চলেছে মাসিক "কাব্য বৈঠক"। স্থান – কোলকাতার গড়িয়া অঞ্চলে দীনবন্ধু এন্ড্রুজ কলেজের বিপরীতে লক্ষ্মীনারায়ণ কলোনীর "খেলাঘর" ক্লাবঘরে। প্রথম মাসিক কাব্য বৈঠকে থাকবে কবিতা পাঠ, গল্প পাঠ, সাহিত্য আলোচনা ও অন্যান্য বিষয়। থাকবে সমকালীন বিষয়ে আমাদের কাব্য  সৃষ্টির কথা। থাকবে পরস্পরের মধ্যে আলাপচারিতা। আর অবশ্যই থাকবে জলযোগের আয়োজন।


যারা যারা আসতে আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন –
1. Paramita Banerjee
2. Tamal Banerjee
3. Tathagata Khan
4. Shib Sankar
5. Swapan Gayen
6. Sanjay Karmakar
7. Somali
8. Mallika Roy
9. Swapan Kr Das
10. Sumitra Dutta Roy
11. Sukhendu Maity
12. Prabir De
13. Sanjay Maity
14. Sanjay Kumar Mukhopadhyay
15. Jayashree Roy Moitra
16. Debdas Moitra
17. Soma Chattopadhyay
18. Asit Kumar Roy
19. Gayetri Ghosh
20. Bibhuti Das
21. Samir Pramanik
22. Soumen Bandyopadhyay
23. Chittaranjan Sarkar
24. Amaresh Biswas
25. Shubhankar Roy
26. Tuhin Gangully
27. Saikat Pal
28. Subir Panday


সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এখনও মনস্থির করতে পারেননি তারাও জানিয়ে দেবেন, আশা রাখছি। উক্ত কাব্য বৈঠকে সভাপতিত্ব করবেন কবি বিভূতি দাস মহাশয়। এছাড়া আমরা যদি প্রতি মাসে নিয়মিত মিলিত হয়ে আমাদের এই বাংলা কবিতার নামে একটি কবিদের সংগঠন অর্থাৎ যার নাম হবে “বাংলা কবিতা .com” হিসাবে আমাদের বিভিন্ন জেলার সংস্কৃতি নিয়ে আমাদের সাহিত্য তথা কবিতা-গল্প-নাটক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মিলিতভাবে কাজ করতে পারি তাহলে কেমন হবে? – এ বিষয়ে আপনাদের মতামত চাইবো? বিশেষ কারণে যারা গত ২৮ এপ্রিল ২০১৮-র কবি মিলন উৎসবে উপস্থিত থাকতে পারেন নি, তাদের শংসাপত্র আমাদের কাছে রাখা আছে, উক্ত দিনে হাতে হাতে পেয়ে যাবেন।


পথ-নির্দেশ:- পথ-নির্দেশ:- হাওড়া হইতে গড়িয়াগামী যে কোন বাসে গড়িয়া বাসস্ট্যান্ডে আসুন অথবা শিয়ালদহ দক্ষিণ শাখা হইতে লোকাল ট্রেনে যাদবপুর নেমে, ৮বি বাসস্ট্যান্ড থেকে অটোযোগে গড়িয়ার দীনবন্ধু এন্ড্রুজ কলেজ  স্টপেজ আসুন। উল্টোদিকের রাস্তায় লক্ষীনারায়ণ কলোনীর "খেলাঘর" ক্লাব। দূরাভাষ ৯৮৩০৩৪৯৪৭৫


আসুন গড়ে তুলি সুস্থ সংস্কৃতি।