আজকাল কেউ আঘাত করলে কষ্ট হয় না
কষ্ট তখনই হয় যখন অন্যদের কষ্ট পেতে দেখি
নিজের মধ্যে ক্ষরণ হয়, প্রতিবাদ থাকে অব্যক্ত
তখন অত্যধিক কষ্ট পাই আমি।


অথচ দিন দিন বাড়ছে সবকিছুই
বাড়ছে শপিংমল, বাড়ছে বাজারমূল্য
লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম
বাড়ছে বিদ্যুৎ বিল, বাড়ছে পুজো
কমছে শিক্ষা, কমছে কাজ, কমছে পারিশ্রমিক।


যারা মরছে আর যারা মারছে
সবাই রঙ মাখে সবাই দেশ সেবা করে
কিন্তু কেউ হয় দেশের নেতা
কেউ হয় দশের ন্যাতা।


আমি কিছুই বলি না কখনও
কিছু বলবও না কোনদিনও
জলে থেকে কুমীরের সাথে বিবাদ
তারচেয়ে গভীর জলে মাছ হয়ে
মাঝে মাঝে লেজ ঝাপটা দিয়ে
গা বাঁচিয়ে চোখের জল ফেলি!