আমিতো কারুর দেখি না দোষ
বুঝি না মান-অপমানের ফোঁস,
পেটে আমার খিদেয় জ্বলে রোষ
অশনি সংকেত, দেখি নিজ দোষ।


তবু যারা আজও আছো অসহায়
জানিনা বিধাতা লিখেছি কি রায়,
ফুটেছিল যে ফুল শুকায়েছে কায়
মৃত স্বাধীনতা দীনতায় নই অসহায়।


জাগিবে মানুষ, মরিবে ভীরু অমানুষ
দ্বন্দ্ব ভুলিয়া মিলন মাঝে ত্যাজিবে ঘুষ,
নিঃস্ব হয়েই নিঃশেষে প্রাণ ভরিবে খুশ
মানবের মাঝে সেদিন কাঁদিবে অমানুষ।