জনে জনে ধন্য মোরা
হৃদয় নয় শূন্য,
রাধা-কৃষ্ণ গীতি নামে
করলে পরিপূর্ণ।

কৃষ্ণ প্রেমের সুধা দিলে
দিলে ভালোবাসা,
রাধা নামের ভক্তি দিলে
কন্ঠ বড় খাসা।

প্রেম দিলে ভক্তি রসে
রাধা-কৃষ্ণ নামে,
কথা সুরে গুনগানে
শিল্পীর সম্মানে।

ধন্যপ ধন্য। করে সবে
শুনে তোমার কন্ঠ,
রাধা-কৃষ্ণ ভক্তিগীতি
পান করে আকন্ঠ।

পাই সুখ পাই শান্তি
রাধে-কৃষ্ণ নামে,
গানে গানে মনে প্রাণে
শিল্পী স্বসম্মানে।