না, সর্বনাশের কিছু হয়নি
সবকিছুই ঠিকঠাক ছিল
হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল আকাশ,
তারপর...
তারপর যেতে যেতে মনে হল
যাব যখন বলে যাব না
না বলে এসেছি, না বলেই বিদায় নেব,
জমা-খরচের হিসাব তোমরা রাখো
আমি খাই-দাই আর গাই।
মন্দ-ভালো কোন দলেই আমি নেই
ছিলামও না কোন দিন,
গায়ে আমার তকমাও নেই –
তাই যেটুকু দিতে পারবো সেটুকুই নিও
চলে গেলে গাল-মন্দ করো না ভাই
আর যদি গালাগালি দাও, পিছনেই দিও;
সেটাই হবে আমার পরম-পাওয়া
একটু পা চালিয়ে ভাই …!