আদিম ইভ গোটা খেয়ে
যে মল ত্যাগ করেছিল
তাতেও ছিল বীজের অনু,
প্রকৃতি তখন থেকেই শোষিত
আজও একইভাবে প্রবহ।
তবে এখন শুধু শোষণ নয়
শোষণ তোষণ পোষণ
আর নির্লজ্জ স্খলন!

যারা এখনও চার পেয়ে
সুকুমারের আবোল-তাবোল
পড়েনি কখনো, পড়েনি
রবি ঠাকুরের আফ্রিকা।


তারা চষে রাসায়নিক সারে
কলমের গাছ, ফলায় ফল
একই গাছে ভিন্ন রঙের ফুল!


তাই না চাইলেও ক্যান্সার
ধ্বংসের হাতছানি আগত।