বুঝে অথবা না বুঝেই বলা যায় --
ভালোবাসি - ভালোবাসি।
সাহস করে নয়তো বা দুঃসাহস নিয়ে
বলে দিও একবার - ভালোবাসি।
দিনক্ষণ সময় তারিখ এসব কিছুই নয়
মনে চাইলে অথবা না চাইলেও
বলে দিও তুমি - ভালোবাসি।
আলোতে আঁধারে প্রবল বৃষ্টিপাতে
পথে ঘাটে মাঠে কিম্বা রেস্তোরাঁয়
বলে দিও - ভালোবাসি, ভালোবাসি।
ব্যস্ততার মধ্যেও তোমাকে খুঁজে নিতে
এতটুকু অসুবিধা হবে না আমার।
পূর্ণিমা অথবা অমাবস্যা তিথি দেখে নয়
কনকনে শীতে উষ্ণতার পরশ পেতে নয়
ভ্যাপসা গরমে আইসক্রিমের স্বাদ নিতেও নয়,
হঠাৎ কোন একদিন যদি দেখা হয়
চড়কের মেলায় অথবা শপিংমলে
হুট্ করে বলেই দিও - ভালোবাসি।
যদি কোন উত্তর নাও মেলে, তবু আরো একবার
অভিমানে, অমিলে, অকস্মাৎ বলে দিও
ভালোবাসি - ভালোবাসি,
কবে কখন হয়েছিল কথা কাটাকাটি
মনে না রেখে সহসাই বলে ফেলো
কাছে থেকে না হয়, দূরে থেকেই বলো
গভীর রাতে মুঠোফোনে হ্যালো বলে -
শুধু চুপ করে থেকো কিছুটা সময়,
আমি বুঝে নেবো - ভালোবাসা।
সে যে অঙ্গীকারের অঙ্গুরীয় হৃদয়ে গাঁথা
স্বপ্নে নয়, চিরজীবন তাকে কাছে পাওয়া।