আমি আমার মত করেই আছি এখানে
শহরের গলিপথগুলো এখনও জেগে আছে
আর জেগে আছে খিদে, তবুও নিরব মানুষ।


কেউ কেউ খবর রাখে, কেউবা রাখে না
যারা এখনও মিছিলে হাঁটে, স্বপ্নও দেখে
তাদের কেউই হাত পাতে না, অথচ বিক্রি হয়।


আন্দোলন কখনও চরিত্র গড়ে না
চরিত্র তৈরী করতে নিঃস্ব হতে হয়
রক্তের বুদবুদই দেশ-কালের কালিমা।