মনের ক্যানভাসে তুলির ছোঁয়ায়
যতবার রঙিন আঁচড় টানি --
ততবারই সাদা রঙে হয় বিলীন।
সেই চোখ সেই মুখ সেই হাসি
দৃপ্ত চোখের উজ্জ্বল চাহনিতে
তুমি অবিরাম কথা বলতে থাকো
সহাস্য অধরে সবুজ আঙিনায়।
তোমার নির্লিপ্ত মুখের দিকে চেয়ে
ছবি আঁকি তাই রোজ রোজ --
কিন্তু সে ছবিতে প্রাণ দিতে পারি না!
তোমাকে ছাড়া আমি যে অসম্পূর্ণ
তাই তোমাকেই আমার চাই-ই-চাই।
প্রকৃতি নিজেকে সাজায় তোমার জন্য
পাখিরা গান গেয়ে ওঠে তোমার জন্য
ফুল গন্ধ বিলায় শুধু তোমার জন্য,
সবকিছুই যখন শুধু তোমারই জন্য
তবে কেন ছবি যায় জল রঙে মুছে!
তুমি কিছুতেই ধরা দাও না কখনোই
তবুও স্বপ্নের মাঝে আসো বারে বারে।
আমি জানি, তুমি চিরকালের স্বাধীন
তোমার স্বপ্ন, তোমার প্রত্যাশার রঙ
বসন্তের ছবি ছড়ায় বনে বনান্তরে
ঘরে-বাইরে তার প্রতিচ্ছবি ছায়ামাত্র।
তোমার ডাক উপেক্ষা করার সাধ্য নেই,
নেই কোন বিমর্ষতা, নয় কোন বিলাপ
তবে স্বপ্নচারীতা হয়েই থেকো চিরকাল
শুধুমাত্র আমার ব্যক্তিগত কবিতার পাতায়।