তোমাকে বলতে চাই যে কথা
তোমাকে পেতে চাই যে ভাবে
তোমাকে হারিয়ে খুঁজি বারবার,
সূর্যের আলো এসে স্বাগত জানায়
বোধদয়ের বর্ণমালা বর্ণ সাজায়
আধকপালে রক্তিম টিপ উজ্জ্বল হয়,
তবু এখনই সময় হয়নি কিছু বলার
এখনই তোমার গাওয়া গান শুনবো
তবুও এখনই তোমাকে ছোঁবো না।
চাওয়া-পাওয়ার মাঝখানে চন্দ্রভুক
পূর্ণিমা রাত শেষে চাঁদে লেগেছে গ্রহণ
বর্ণহীন বর্ণমালা স্বরবর্ণে-ব্যঞ্জনবর্ণে!