(গীতি কবিতা - আমি যে রূপরাণী)


নেমেছি নাচতে যখন
ঘোমটা কেন টানি
দুলিয়ে কোমর মাতিয়ে দেব
আমি যে রূপরাণী,
নেশায় তুমি মাতাল হবে
পান করে রঙিন পানি
দু'হাত দিয়ে জড়িয়ে ধরে
শোনাব সুরের বাণী।


কাছে কি আসবে ভালোবেসে
তুমি মধু নেবে হেসে হেসে
নাচবো আমি গাইবো আমি
রূপের আগুন জ্বালব আমি,
সেই আগুনে পুড়েবে তুমি
পোড়া কপাল আমার জানি
সাথী আমার চোখের পানি
আমি ভাঙা এক ফুলদানি।


চোখেতে চোখ রেখেই দেখ
ভালো আমি বাসতে জানি
আমারও যে মন আছে
মন তোমায় চায় কাছে,
মনের ময়ূর মরেছে আজ
নাচ ঘরের এই দূয়ারে
মেজাজ নিয়ে পয়সা দিয়ে
কিনে নিলে সুরের বাণী!