দুয়ে দুয়ে চার
বলি একবার
এক ঢোপে দুই
পুঁটি আর রুই
দুই মাথা মিলে
ছিল খালে বিলে
ধরা পড়ে শেষে
হেরে গিয়ে রেসে
মিশে ঝোলে ঝালে
ভাতে আর ডালে
দিদি আর কাকা
নয় তারা বোকা
হাতে হাত রেখে
চলে এঁকেবেঁকে
মুখে এক কথা
কাজে যথা তথা
ভালো কথা নয়
দিনে রাত হয়
দেখি বসে নাচ
বহুরূপী সাজ!