শহর ঘুমিয়ে গেছে সাদা চাদর গায়ে
রাতের আলোয় গুটিকয়েক কুকুর
ডাস্টবিন থেকে উঠে মুখ ঘসে রাস্তায়
কালো পোশাকের অমানুষগুলো
তখনও পরাধীনতার ধোঁয়ায় আচ্ছন্ন।


কুকুরগুলোর সাথে ওদের বন্ধুত্ব হয়
কালো মানুষগুলোর আস্তানা মেলে
তার সাথে জুটে যায় উচ্ছিষ্ট খাদ্যও,
অন্যদিকে সাদা চাদরের নীচে ছারপোকার দল
বংশ বিস্তারে উষ্ণতার পরশ মাখে।


সবুজ পাতায় আসে আগামীর সকাল
কাজের খোঁজে ছোটে মানুষের দল
কুকুরের ঘুম তখনও ভাঙে না।


দিনান্তে ক্লান্ত মানুষের দল বাসায় ফেরে
আর পুণরায় অমাবস্যার অন্ধকারে
অমানুষগুলো পথ খোঁজে ডাস্টবিনে
নীল চোখে লাল কাপড়ে ঢাকা পড়ে যায়
অবক্ষয়ের ঘেউ ঘেউ যবনিকা!