হঠাৎ দেখি আজ সকালে
দূরের তটে তুমি,
হৃদয় মাঝে জ্বলে নিশান
তোমার পদ চুমি!


তোমার দেয়া শিক্ষা-দীক্ষা
রাখব যতন করে,
ভাববো বসে আছো তুমি
হাতটি আমার ধরে।


তুমি তখন একা একা
নিঝুম রাতের  শেষে,
যাও দিয়ে আশিস্ টীকা
সত্যান্বেষী বেশে।


সুরের ছোঁয়া দিলে প্রাণে
জাগালে নব আশা,
নিবিড় ক'রে এঁকে দিলে
অন্তরে ভালোবাসা।


বলছি আমি প্রণাম নিও
তুমি শিক্ষাদাতা,
ভালো থেকো সুস্থ থেকো
শ্বেত গুরুগাঁথা।


..........
Note : শিক্ষক শ্রীযুক্ত দেবাশীষ খামারু মহাশয়ের প্রতি।