মন্দিরে অগণিত মানুষের সারিবদ্ধ লাইন
একমাত্র লক্ষ্য দেবী দর্শন
সূর্যোদয় থেকে সূর্যাস্ত মানুষের আনাগোনা,
আমারও সাধ জাগল মনে
দেখিই না একবার কে এই দেবী!
কিন্তু প্রখর রোদে আর কতক্ষণ
দাঁড়িয়ে থাকা যায় বলুন তো?
এমন সময় এক পান্ডা এসে বলে
নগদ পাঁচ শত টাকায় শিঘ্রই দর্শন,
আমি তো অবাক হলাম রীতিমতো
একটু সময় নিয়ে বললাম তাকে -
পাঁচ শত নয়, পাঁচ হাজার দেব
তাঁকে আমার কাছে আনা হোক
যিনি কর্মহীন অথচ পূজা পেতে চান!
হঠাৎ সারিবদ্ধ লাইন গেল ভেঙে
পূজার ফুল ও নৈবেদ্য এলো
মানুষের দরবারে মানুষেরই সেবায়।