কণ্যা জন্মালে নামকরণ তো দূরের কথা
নবজাতকের মুখ দেখতে অনেকেই দু'পা পিছিয়ে
অথচ পুত্র সন্তান জন্মালে চার হাত-পা এগিয়ে
কথাটা অপ্রিয় হলেও সত্যি বটে
অথবা সত্য-মিথ্যার উর্দ্ধে সংস্কার।
এবার নামকরণের মধ্য দিয়ে অভিষেক
সেখানেও নানা মুনির নানা মত
কেউ রাম আবার কেউবা রহিম
ইচ্ছা ও অনিচ্ছার দোলায় মেয়ের নাম
কেউ রাখে পার্বতী কেউ পদ্মা।
কখনও শুনেছেন কি কেউ
পুত্রের নাম কংস অথবা রাবণ
অথবা নবজাতক পুত্র মির্জাফর?
কণ্যার নামকরণে কদাপি
কৈকেয়ী অথবা মন্থরা?
শোনেননি তো! শুনবেন না।
আসলে ওইসকল চরিত্র ছিল খল
এখন যা কিছু সবই শুভ সব সুফল।
তাই কেউ রাখে নরেণ কেউ নারায়ণ
কেউ রাখে সমতা কেউ রাখে মমতা,
নামে ধামে পরিচয়ের বহর অনেক দড়
দেশের ও দশের নয়, নিজে হও বড়!