এক পথভ্রষ্ট পথিক পথের দিকে চেয়ে
সঠিক পথ খুঁজে বেড়াচ্ছে,
একজন মজুর মজুতদারের কাছে মজুরি চেয়ে ক্লান্ত,
এক প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে স্বপ্ন দেখে
উনসত্তরের সকালেও, আর একজন লম্পট চরিত্রহীন
চর্যাপদের চরণে ধুলিমাখায়। ঠিক তখনই,
প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় নবম শ্রেণীর ছাত্র
ছত্রপতি শিবাজী মাহাতো।
অঙ্কের হিসাবনিকাশের সাথে মেলে না দর্শনবিদ্যা
তবুও ক্ষমতাহীন ক্ষয়ক্ষতির শিকার হয়ে পুঁথি পড়ে একমনে।
বাহুল্যতার দায় স্বীকার করে নেবে এমন মানুষের দেখা পাওয়া ভার,
তবু সকাল হলে গরম গরম চায়ের সাথে খবরেরকাগজ উপাদেয়
পাশের বাড়ির বলরাম বাবুর ছেলের পরকীয়া বেশ মানানসই
তাই আজকাল আর সত্য-মিথ্যার মধ্যে তফাৎ দেখি না
শুধু দেখি তাসের ঘর নৃত্যনাট্যের সংলাপ,
মনে মনে সংকল্প করি আর রঙ মাখি রোজ রোজ
মঞ্চের সামনে যারা আমার কথা শুনে আমাকে ভালোবেসে
সবকিছু দিয়ে পথের সন্ধানে পথ খুঁজে বেড়াও --
এবার তোমরা মঞ্চের সামনে নয়, মঞ্চের উপরে উঠে এসো
যবনিকাপাতে অধিকার অর্জন  করতে হও সামিল।