সুপ্রিয় সকল কবি গণের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে; গত ইং ১৩/০৫/২০২৩-এর  ONLINE  সভার (ভারত) উপস্থিত কবিগনের সম্মিলিত সিদ্ধান্তসমূহ দেওয়া হল :-    


উপস্থিত ছিলেন  সর্ব কবি  বিভূতি দাস, আনসারুল ইসলাম, কবীর হুমায়ূন, পরিতোষ ভৌমিক, সৌমেন বন্দ্যোপাধ্যায়, সরদার আরিফ উদ্দিন, অসিত কুমার রায়, মুকুল সরকার, বিশ্বজিৎ শাসমল, সমীর প্রামাণিক, বিকাশ দাস, মৌমিতা জানা, বৃষ্টি মণ্ডল, সৈকত পাল, মহঃ সানারুল মোমিন, ফরিদ হাসান, সোমদেব চট্টোপাধ্যায়, জয়ন্ত বাগচী, অনন্ত গোস্বামী।


সিদ্ধান্ত
১।  অনুষ্ঠানের  নাম  :  বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন ২০২৩
২। তারিখ ও সময় :  ১৩/০৮/২০২৩ (রবিবার) সকাল ৯.৩০ মিনিট হতে বিকাল ৫ টা।
৩। স্থান  :  আগরতলা প্রেস ক্লাব-এর পরিবর্তে "ভগৎ সিং যুব আবাস" আগরতলা, ত্রিপুরা, ভারত।


অনুষ্ঠানের নিমিত্ত বিষয় সমুহ ও খরচ জনপ্রতি নিম্নরূপ:-


১। সুষ্ঠু পরিচালনা ও সময়ের প্রেক্ষিত বিবেচনা করে প্রাক-নিবন্ধন ব্যতিত কোন ব্যক্তিকে হলে প্রবেশ করতে দেয়া হবে  না।


২। কাব্য বাসর ও কবি সম্মিলনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ভারতের প্রতি কবির জন্য ৭০০/-  (সাত শত) টাকা অনুদান ধার্য করা হয়েছে। যা আগামী ১৬/৬/২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন/নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।


৩। যেহেতু দিনব্যাপী অনুষ্ঠান, তাই কবি সম্মেলনে উপস্থিত সকলের জন্য সকাল-বিকালের চা-প্রাতরাশ (নাস্তা), দুপুরের খাবার (প্যাকেট লাঞ্চ)-এর ব্যবস্থা রাখা হবে।


৪। প্রত্যেক নিবন্ধনকৃত সদস্য কবি ও অতিথি কবিদের জন্য বাংলা-কবিতার পক্ষ থেকে উত্তরীয়, ব্যাজ, মেডেল ও মানপত্র প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে।

৫। একজন কবি একাধিক রেজিস্ট্রেশন করতে পারবেন কবি-স্পাউসদের (পতি/পত্নী-কবি হিসেবে) জন্যও  ফি পরিশোধ সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে পারবেন। (৮ বছরের কম বয়সের কবি-সন্তানগণ রেজিস্ট্রেশন ফি মুক্ত। তবে, পূর্ব থেকে জানিয়ে দিতে হবে)। তবে কবি পত্নী / পুত্র / কন্যা দর্শক হিসেবে অনুষ্ঠানে যোগদান করলে শুধুমাত্র খাওয়া খরচ হিসেবে ৩০০ টাকা প্রতি জন ধার্য্য হবে।


৬। বাংলা-কবিতার সদস্য নয় এমন  ব্যক্তিও রেজিস্ট্রেশন করে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন;  তবে তা অবশ্যই বাংলা-কবিতার কোন একজন নিবন্ধিত কবির প্রযত্নে হতে হবে।


৭। আসন সংকুলান  সাপেক্ষে নির্ধারিত তারিখের পর, এমন কি সম্মিলন কেন্দ্রেও সকাল ১০টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তবে সেক্ষেত্রে নিবন্ধন ফি হবে ১,০০০/- (এক হাজার) টাকা।  


৮। বাংলা কবিতার আসরে নিবন্ধিত যে কোন কবির বইয়ের মোড়ক উন্মোচনের একটি পর্ব  থাকবে। যাঁরা তাদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনে ইচ্ছুক; তারা কমপক্ষে ১০ কপি বইসহ কবি সৌমেন বন্দোপাধ্যায় এবং পরিতোষ ভৌমিক মহাশয়ের সাথে অগ্রিম যোগাযোগ করে নেবেন ।  মোড়ক উম্নোচনের জন্য ১৫০০/- ( এক হাজার পাঁচ শত) টাকা ব্যায় বহন করতে হবে।


৯। যে সমস্ত কবি সস্ত্রীক আসবেন তাদের জন্য আগরতলা শহরে হোটেল নিলে ডাবল বেড ১৪০০ টাকার মধ্যে হয়ে যাবে, যারা সিংগেল আসবেন তাদের জন্য হোটেলে দুজন বা তিনজন মিলে থাকতে পারবেন। অথবা সিংগেল রুম নিলে ৮০০ টাকার মধ্যে হয়ে যাবে বলে জানিয়েছেন কবি পরিতোষ ভৌমিক। এই ব্যাপারে অগ্রিম বুকিং-এর জন্য পরিতোষ বাবুর সাথে যোগাযোগ করবেন।


১০। নিবন্ধনের জন্য অনুদান নিম্নে উল্লিখিত একাউন্টে পাঠিয়ে দিয়ে কবি পরিতোষ ভৌমিককে (WhatsApp No. 7005274054) অবশ্যই জানিয়ে দেবেন।


Registrtion Fees Rs.700/- on A/c. of KOBI SOMMILON only on 13/8/2023)  
A/c Holder : Paritosh Bhowmik
Bandhan Bank
Gakulnagar Branch
A/c No. 50160005561410
IFSC BDBL0001493


১১। অনুষ্ঠানের সাম্ভাব্য সুচী
ক।  ৯:৩০ মিনিটে প্রাতরাশ ও চা পান
খ।  ১০টায় উদ্বোধনী সংগীতের সাথে অনুষ্ঠান শুরু
গ।  সভাপতির নাম ঘোষণা ও বরণ
ঘ।  অতিথি কবি ও সকল কবিদের বরণ  
ঙ।  স্বাগত ভাষণ
চ।  কবিতা পাঠ
ছ।  সংগীত
জ।  অতিথি কবির ভাষণ
ঝ।  চা পানের বিরতি
ঞ। বই প্রকাশ ইত্যাদি
ট।  কবিতা পাঠ
ঠ।  আবৃত্তি
দ।  সাহিত্য আলোচনা
ধ।  দুপুর ১:৩০ থেকে ২:৩০ মধ্যাহ্ন ভজনের বিরতি
ন।  আবৃত্তি
প।  গল্প পাঠ
ফ।  সাহিত্য আলোচনা
ব।  সংগীত
ভ। সভাপতির সমাপ্তি ভাষণ।


বাংলা-কবিতার সকল সদস্যকেই এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে, অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষক (sponsor) সংগ্রহের ব্যাপারে সবাই নিজ নিজ সামর্থ/চ্যানেল অনুযায়ী চেষ্টা করবেন এবং স্পন্সরের ব্যবস্থা হলে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করবেন।


ধন্যবাদান্তে -
পরিতোষ ভৌমিক 7005274054
বিভূতি দাস 7980594629
সৌমেন বন্দ্যোপাধ্যায় 7003877516
..................


বি. দ্র. :
১। যে সকল কবি গণ পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা যাবেন তাঁরা নিজ নিজ দায়িত্বে টিকিট সংগ্রহ করে ১২/৮/২৩ তারিখে সন্ধ্যার মধ্যে রেলে/বিমানে আগরতলায় পৌঁছে যাবেন। নিবন্ধিত কবি গণ উদ্যোক্তা কবি পরিতোষ ভৌমিকের সাথে অগ্রিম যোগাযোগ করে নিলে রেল স্টেশন  বা বিমান বন্দর থেকে যাতায়াত এবং হোটেলের ব্যবস্থা করে দেবেন।  


২। ১৩/৮/২০২৩ অনুষ্ঠানের দিন বাদ দিয়ে ১৪ এবং ১৫/৮/২০২৩ তারিখ ত্রিপুরা ভ্রমনের ব্যবস্থা থাকবে। কবি পরিতোষ ভৌমিকের ব্যবস্থাপনায় ভ্রমনেচ্ছু কবিগন যৌথভাবে খরচ বহন করবেন।


৩। নিবন্ধিত সকল কবিগন যাতায়াতের রেল/বিমানের নিজ নিজ টিকিট সংগ্রহ করে অবশ্যই কবি পরিতোষ ভৌমিক কে জানাবেন নচেত ব্যবস্থাপনায় অসুবিধার সৃষ্টি হতে পারে।
***********


সংযোজন 18.05.2023


এখনও পর্যন্ত যেসকল কবি ত্রিপুরায় যাবেন জানিয়েছেন:-
১। কবি চিত্তরঞ্জন সরকার
২। কবি মল্লিকা রায়
৩। কবি আর্যতীর্থ
৪। কবি বিকাশ দাস
৫। কবি সমীর প্রামাণিক পরিবার সহ
৬। কবি অসিত কুমার রায় পরিবার সহ
৭। কবি বিশ্বজিত শাসমল
৮। কবি সৈকত পাল
৯। কবি সৌমেন বন্দোপাধ্যায়
১০। কবি প্রনব লাল মুজুমদার
১১। কবি বিভূতি দাস পরিবার সহ
১২। কবি দীপঙ্কর বেরা
১৩। কবি উদয় চক্রবর্তী
১৪। কবি জয়ন্ত বাগচী
১৫। কবি মুকুল সরকার
১৬। কবি কবীর হুমায়ুন
১৭। কবি সরদার আরিফ উদ্দিন পরিবার সহ
১৮। কবি ফরিদ হাসান
১৯। কবি সুখেন্দু মাইতি
২০। কবি আফরিনা নাজনীন মিলি
২১। কবি যাদব চৌধুরী
২২। কবি স্বপন বিশ্বাস
২৩। কবি মো: মোস্তাফিজুর রহমান পরিবার সহ
২৪। কবি স্বপন দাস পরিবার সহ
২৫। কবি সানাউল্লাহ সাগর
২৬। কবি মোঃ বুলবুল হোসেন
২৭। কবি মিনু গরেট্টী কোড়াইয়া
২৮। কবি রূপক মুখার্জী
২৯। কবি সুস্মিতা অধিকারী
৩০। কবি সুশীল রায়
৩১। সুদীপ মুখার্জী
৩২। কবি মৌমিতা জানা
৩৩। কবি আনসারুল ইসলাম
৩৪। কবি মহঃ সানারুল মোমিন
৩৫। কবি অনুরাধা চক্রবর্তী
৩৬। কবি দিলীপ চট্টোপাধ্যায়
৩৭। কবি অভিজিৎ দাস
..........


"কবি-সম্মিলনে" আলোচনায় যারা অংশ নেবেন বলে জানিয়েছেন:-


১। কাব্য পাঠে পাঠকের ভূমিকা
বলবেন - কবি সরদার আরিফ উদ্দিন


২। শব্দকবিতা- শব্দেই দৃশ্যানুভূতি, আধুনিক কবিতার ছন্দ ও শব্দকবিতা
বলবেন - কবি কবীর হুমায়ুন


৩। কাব্য সৌন্দর্য কি? রবীন্দ্রনাথ ও নজরুলের লেখা কাব্য সৌন্দর্য বিচার-বিশ্লেষণ করে আধুনিক কবিদের কাব্য সৌন্দর্যবোধ কতটা পাঠককে টানে।
বলবেন - কবি যাদব চৌধুরী


৪। কবিতা-আধুনিকতা-আধুনিক বাংলা কবিতা পাঠকের দরবারে আজ কতটা সাফল্য পেয়েছে!
বলবেন - কবি আর্যতীর্থ


৫। কবি হবেন সত্য পথের পথিক
বলবেন - কবি চিত্তরঞ্জন সরকার


৬। কবিতার পেছনের গল্প এবং কবিতার উচ্চারণ শ্রোতাদের জন্য
বলবেন - কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়


৭। কবিতায় রাজনৈতিক আভা (১৯৬৫-১৯৮৫)
বলবেন - কবি ফরিদ হাসান


৮। দিন বদলের কবিতা
বলবেন - কবি বিশ্বজীৎ শাসমল


৯। মানব নিরাপত্তা: নজরুলের নির্বাচিত কবিতা নিয়ে গবেষণা
বলবেন - কবি মো: মোস্তাফিজুর রহমান


১০। জাতীয়তাবাদে  সাহিত্যের ভূমিকা
বলবেন - কবি বিদ্যুৎ বরণ বারিক
... ... ....


নির্দেশিকা:-
১) কবিতা পাঠ / আবৃত্তির জন্য অনধিক ৫ মিনিট।
২) সাহিত্য আলোচনা অনধিক ৮ মিনিট।
৩) সংগীত পরিবেশন অনধিক ৫ মিনিট।
৪) যুগ্ম-নিবেদনের জন্য অনধিক ১০ মিনিট।
*********


সংযোজন 19.05.2023
ইতিমধ্যে যে সকল কবি নিজ নিজ দায়িত্বে যাওয়া ও আসার টিকিট কেটে এবং রেজিস্ট্রেশন ফি অনলাইনে কবি পরিতোষ ভৌমিককে পাঠিয়ে নিশ্চিত করেছেন প.ব. থেকে:-
১। কবি স্বপন বিশ্বাস (৭০০)
২। কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় (৭০০)
৩। কবি বিভূতি দাস (৭০০+৩০০) (৩০০০ অন্যান্য) [মোট ৪০০০ টাকা]
৪। কবি মুকুল সরকার(৭০০+৩০০)
৫। কবি আর্যতীর্থ(১০০০)
৬। কবি রূপক মুখার্জী(৭০০)
৭। কবি যাদব চৌধুরী (৭০০)
৮। কবি সুদীপ মুখার্জী (৭০০+৩০০+৩০০) [মোট ১৩০০ টাকা]
৯। কবি চিত্তরঞ্জন সরকার (৭০০+৩০০+৩০০+৩০০) (৪৪০০ অন্যান্য) [মোট ৬০০০ টাকা]
১০। কবি মৌমিতা জানা (৭০০+৩০০+৩০০) [মোট ১৩০০ টাকা]
১১। কবি উদয় চক্রবর্তী (৭০০)
১২। কবি অনুরাধা চক্রবর্তী (৭০০)
১৩। কবি অভিজিৎ দাস (৭০০)
১৪। কবি সমীর প্রামাণিক (৭০০+৩০০) (৩০০০ অন্যান্য) [মোট ৪০০০টাকা]
১৫। কবি অসিত কুমার রায় (১০০০)
১৬। কবি আনসারুল ইসলাম (৭০০)
১৭। কবি মহঃ সানারুল মোমিন (৭০০)
১৮। কবি সুখেন্দু মাইতি (৭০১)
১৯। কবি রিঙ্কু রায় (৭০০)
২০। কবি সঞ্জয় কর্মকার (৭০০)
২১। কবি সোমদেব চট্টোপাধ্যায় (১০০০)
২২। কবি আভা সরকার মন্ডল (৭০০)
২৩। কবি জন্টু দাস (৭০০)
২৪। কবি দিলীপ চট্টোপাধ্যায় (৭০০+  ১৫০০ অন্যান্য)
২৫। কবি সৈকত পাল ........
২৬। কবি সঞ্জয় মাইতি .......
২৭। কবি বিদ্যুৎ বরণ বারিক.......
২৮। কবি বিশ্বজিৎ শাসমল .......
২৯। কবি প্রণবলাল মজুমদার (৭০০+৩০০)
৩০। কবি শ্যামল কুন্ডু (৭০০)
৩১। কবি বিকাশ দাস (৭০০)
বাংলাদেশ থেকে
এখন পর্যন্ত যারা যারা বাংলাদেশ থেকে আগামী সম্মেলনে অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন :-
১) কবি কবীর হুমায়ূন
২) কবি সর্দার আরিফ উদ্দিন  
৩) কবি ফরিদ হাসান
৪) কবি আফরিনা নাজনিন মিলি
৫) কবি মিনু গরেট্টী কোড়াইয়া
৬) কবি সানাউল্লাহ সাগর
৭) কবি মোঃ বুলবুল হোসেন
৮) কবি লতিফুর রহমান প্রামাণিক
৯) কবি ডঃ মোঃ জাকির হোসেন বিপ্লব
১০) কবি শেখ মোঃ খবির উদ্দিন
১১) কবি পলাশ দেবনাথ
১২) কবি অবিরুদ্ধ মাহমুদ
১৩) কবি জে আর এ্যাগ্নেস
১৪) কবি রুনা লায়লা
১৫) কবি আকুল শেখ
১৬) কবি মাসউদুর রহমান খান
১৭) কবি মোঃ মোস্তাফিজুর রহমান
১৮) কবি পলক রহমান