পথ যেমনই হোক
পথ চলতেই হয়
বেশকিছুটা পথ হাঁটা
অতঃপর মোহনায় ফেরা।
আশ্চর্য! অনেকটা পথ পেরিয়ে
আজ অনেকের থেকে বিচ্ছিন্ন
অথচ আমাদের কথা ছিল
চিরদিন সমতলেই থাকবো
কিন্তু পথ চিরকালই বন্ধুর।
যাদের ডিঙিয়ে আজ উপরে
তারা আজ কোথায় কে জানে!
অথচ পথ সেদিনও মসৃণ ছিল না
তারা আজও পাথরে পা ঘষে
ঘাসের উপরে ওঠার চেষ্টায়,
পরিচিত জনতার সরণিতে
অপরিচিতের দলে একা!