ভাবছি
লিখবো এক কবিতা,
নাহয় আঁকবো ছবি
কি বল কবি ?


কথার পরে কথা দিয়ে
গাঁথতে হবে মালা,
অলংকারে সাজিয়ে ডালা
রচতে হবে পালা,
হয় যদি প্রাণ খোলা
মনে তবে দেয় দোলা ।


ছবি যদি আঁকি
রং তুলি রাখি,  
লাগে নাকো কথা
থাকে নাকো ছন্দ
নেই কোনো দ্বন্দ্ব ।


কবিতায় আছে চিত্র
সহজ সরল সে মিত্র,
ছবি বলে যে কথা
কবি আঁকে সে ব্যথা,
মিলেমিশে কথাকলি
এযে স্রষ্টার অঞ্জলী ।