আমি জানতাম তুমি আসবে
আমি জানতাম তোমার কষ্ট হবে
আমি জানতাম তোমার দেরি হবে
আমি জানতাম দখিণা বাতাস বইবে
আমি জানতাম তুমি ভীড়ের মাঝে
শুধু আমাকেই খুঁজবে।


আমি জানতাম না তুমি ক্লান্ত শ্রান্ত
আমি জানতাম না খাওয়াতে তোমার অরুচি
আমি জানতাম না নতুন শাড়িতে বেমানান
আমি জানতাম না বোরখায় তুমি এখন
আমি জানতাম না তুমি অসামর্থ্য
খোলা আকাশ দেখতে।


অথচ তুমি, সেই তুমি -
কত চুল টেনেছো, কত খিমখেছ
কতবার বকেছ, কত মেরেছ
তুমি বুঝলে না আমাকে -
আমি যে গান্ধীবাদী।


এবার ভালোবাসা পেতে
হাত পেত আগুনের কাছে
সে তোমাকে পোড়াবে
নব চেতনার আঘাতে
আমি সলিল সকাশে।