আমি ফুলকে বললাম তুমি সুন্দর হও -
সে বিকশিত হল রূপ-রস ও গন্ধের মাধুর্যে,
আমি চাইলাম কাজল কালো মেঘের আলিঙ্গন
সে বৃষ্টি হয়ে আমাকে করলে স্নাত,
আমি রাতের গভীরতা চেয়েছিলাম
তন্দ্রা চোখে সে হল মায়াময়ী,
দিনের উজ্জ্বলতায় চাইলাম সুর
বিহঙ্গের কাকলি ভরিয়ে দিল প্রাণ,
আমাদের সব চাওয়া সবই পাওয়া
তবু কেন খুঁজে ফিরি বৈভব
কেন মিছে সুখের বাসায় -
প্রাণ তুমি দাও ভাসায়!