ছেঁড়া কাপড়ে কেন ঢাকো শরীর
নাকি এটাই এখন ফ‍্যাশন?
কবিতারা সঙ্গম করে রাতদিন
জন্ম নেয় বাংরেজী সন্তানদল
তাকে যত্ন করো ছাপার অক্ষরে,
আর ভুলে যাও প্রেম-ভালোবাসা
কেবলই প্রতিযোগিতা আর খেলা।


রক্তের দাগ থেকে নিজেকে সরিয়ে
প্রতিরোধের সুরক্ষা তোমাদের হাতে,
তাই কবিতারাও আজ খুশি মনে
কাগজের নৌকা চড়ে পৌঁছে গেছে
সঙের মুখোশে রঙ্গে বঙ্গে রঙ্গমঞ্চে!