আকাশে প্রখর রৌদ্রের গন্ধ মেখে
চাতকের কন্ঠে ভাসে বৃষ্টি-বিষাদ দিন,
শ্যামলীমা হলুদরাঙা ঘোমটার লাজে
মিলনে উৎসুক নির্লজ্জ দক্ষিণা বায়ু -
উড়ে যায় পরকীয়া প্রদোষকাল পেরিয়ে
কাপুরুষের বর্বর হাতছানির অন্তিমে
সময় সরণির স্মারকলিপিতে।


নব নির্বাচিত নবী বরষণধারা
আশ্বাসের ঢেউ তুলে ছুটে চলে
অতিথি আপ্যায়নের প্রসাদ দানে,
রঙিন মনের সব রঙ একে একে
মিশে যাবে এখনই সৃষ্টির দোলায়
নব-বার্ণিকের বর্ণছটার সুপ্রভাতে।


তবে এসো হে বন্ধুগণ,
চিরায়ত চলমান চঞ্চলতায়
প্রেমের গল্প হোক ত্রিপুরা-সুন্দরী!


--------------------------------
* বাংলা কবিতা স্মারক, কবি সম্মিলন, ত্রিপুরা, ভারত।