তোমরা আমাকে একবার স্পর্শ করো
দেখো, হয়তো তোমাদের চাওয়া-পাওয়া
সবকিছু মিটে যাবে না তৎক্ষণাৎ,
সবুজ টিকটিকির মত সতর্ক থেকে
দেওয়াল ঘষে ছিটকে পড়ার আগে
রক্তের রঙে লিপিবদ্ধ করো প্রেম,
বসন্ত আসছে ঝরাপাতা উড়িয়ে।


নভেম্বর আসছে - রাস্তা ফাঁকা
অলস দুপুর একাকী উইন্টার প্যালেস
আগুনের উত্তাপ হরিজন পোড়া বাষ্পে
বমি বমি গন্ধে চারিদিকে হাহাকার
তবুও বসন্ত আসবে ঝরাপাতা মাড়িয়ে।


সূর্যের দ্যূতির ছটায়  ঈশ্বরের পদধ্বনি
তবুও গ্লানির পথ হেঁটে অস্থির  অশনি,
ছিন্নভিন্ন হেঁটমুন্ড পারমাণবিক ভষ্ম মেখে
রঙচঙে ঝলমলে বসন্ত নাচবে আরও একবার।


একটু অপেক্ষা করো তোমরা
সংগ্রাম আর প্রেমের বশ্যতা
তোমাদের উপহার দেবে নব-বসন্ত
রক্ত আর রঙের দোদুল-দোলায়!