তোমাকে লিখতে চাই চারটি কথা
মনের কোনে বেঁধেছে সে বাসা,
তুমি যদি দাও একটুখানি সাহস
বলব তোমায় আমার মনের আশা।
তুমি যদি লজ্জায় হয়ে ওঠো লাল
আমি তখন রঙিন স্বপ্নে বিভোর,
বাড়ালে হাত ধরব পথ কথাদিলাম
সওদাগর নই আমি,আমি মনচোর।
কী অসীম দৃষ্টি তোমার অনুক্ষণ--
চোখের তারায় রাখি তাই সারাক্ষণ।