সুখ সুপ্তি শয্যা তোমার জন্য নয়, তুমিতো বাহক মধ্যম
তপ্ত তটে তৃষ্ণা জাগে, অভিলাষী আশা আকাঙ্ক্ষার
নিঃশেষিত স্বপ্নের মাঝে, সুলভ সঙ্গে সুফল নয় জেনেও
মিছিমিছি কর আস্ফালন, অসার অভিনয়ে তুমি উত্তম!


রক্তে রাঙা রাস্তা থেকে যদি দেখো, কাঁদে বিবেক -
সশস্ত্র সংগ্রাম সাথে কাঁধে কাঁধ রাখো, হাতে হাত
ছিন্নভিন্ন হয় হোক, তোমার সকল পরিচিত পরিজন
বাহুর বাঁধনে বন্দী হবেই জয়, পরাজিত পরক উদ্বেগ।


তা যদি না হয়, শোন তুমি ও হে অক্ষম অধম -
শেষ থেকে শুরু হয়, শুরু থেকে শেষ তবু নয়।
জেনো হয়েছে সময়, এসেছে অপলক প্রভাতী
ফসলের মাঠে ওড়ে সাদা বক, চেয়ে দেখো উত্তম!