প্রথমে সে আসে খুব সন্তর্পনে,
অনেক গোপনে...
বলে ভালবাসো, প্রেম করো,
প্রেমেই সুখ, অপ্রেমে মৃত্যু।
যা কিছু চাও, জোর করে নাও...
ভোগেই সুখ, ত্যাগে অনুতাপ।
তারপর মনের ভেতরে
নিজের সাম্রাজ্য বিস্তৃত করতে থাকে।
অন্ধ করে দেয় দৃষ্টি,
মোহ আর কামনার লোভে।
যতদিন জীবন থাকে ততদিন সেও থাকে।
সবচেয়ে আপন হয়ে কুমন্ত্রনা দেয় অবিরত।
সে আসে ধীরে, রাতের গভীরে।
ফিসফিস করে বলে পাপ করো!
পাপেই সুখ,পূণ্যে মৃত্যু।
সে বসতি গড়ে, মনের ভেতরে।
সেখানেই থাকে সে,
মিথ্যা আর মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত...
ঠিক মৃত্যু এসে যখন কড়া নাড়ে,
তখন মনের সমস্ত অনুতাপ আর ক্ষত
জাগিয়ে তুলে সে পালিয়ে যায় প্রাক্তন প্রেমিকার মতো।