ঠিক এমনই এক রাতে,
খুব বেশীকাল আগে নয়,
তোমার আমার পরিচয়।
অল্প কথা, তারপর
কিছু হাস্যরসের আদান-প্রদান,
কিছুটা মুগ্ধতায়, কিছুটা ভালোলাগায়
কেটে যায় আরো বেশ কিছুদিন।
তোমার ছলনায় ভরা
পংক্তির কাছে হাত পেতে
আমার কবিতা ছন্দ হারায়।
ঠিক এমনই এক রাতে,
এই রাত জীবনে আসার দুঃখে কাতর।
এর মধ্যেই ভাবতে বসি-
সে রাতটাও কি শুক্লপক্ষের তৃতীয়া ছিলো?