নিজের খেয়ে অন্যের ব্যাপারে নাকগলাও
অধম ক্যান উত্তম হয় না জানতে তোমরা চাও,
আরে তোমরা চাও ডাক্তার হতে, তোমরা চাও ইঞ্জিনিয়ার হতে
তোমরা চাও সেলিব্রেটি হতে, কতকিছু হতে চাও
আর আমি চাই মানুষ হতে, তাই মনকে বলি মানুষের কাছে যাও।
যে বয়সে তোমরা খেলতে মাঠে যেতে স্কুলে
সে বয়সে আমি সংসারের দায়িত্ব নিয়েছি কাঁধে,
দশবছর বয়স থেকে লড়েছি জীবন যুদ্ধে
জীবনের অনেক গল্প কবিতা দেখেছি দুচোখে,
তাই পাঠ্যপুস্তকের গল্প কবিতা আমি পড়ি নাই
মূর্খ সূর্খ মানুষ বাপু বিদ্যা-শিক্ষা নাই
যতটুকু দ্যাখো, শিখিয়েছে আমার মুর্শিদ সাঁই।
এমপি, মন্ত্রী, ধনী হওয়ার ইচ্ছা আমার নাই
ছোটবেলা থেকেই মানুষ হওয়ার ইচ্ছা খুব ভাই,
কারো মাথায় দেই না তেল, নিজের ঢোল নিজে বাজাই
ঘাম-ঝরানো আয়ের টাকা দিয়ে ডাল ভাত কিনে খাই।
যতদিন পিতা মাতা আছে বেঁচে
সেবা তাদের করে যাবো শেষ নিঃশ্বাস পর্যন্ত যে।
নামে নয়, মানুষের পরিচয় কর্মে হয়
অধম নামেই আমার পরিচয়।
লেখালেখি করি ভালোবাসি তাই
এছাড়া অধমের জীবনে দ্বিতীয় কিছু নাই।
ইচ্ছা আজও নাই গাড়িবাড়ি টাকাওয়ালা হতে চাই না ভাই
ক্ষমা দোয়া আর ভালোবাসা তোমাদের কাছে চাই,
যদি মনে চায় দিও তোমরা আমায় হাসি মুখে শেষ বিদায়।
ও প্রাণের সাঁই ডাক আসবে যেদিন যাবো তোমার দ্বারে
যেমন আসছি তেমনই নিও তোমার পবিত্র ঘরে,
তোমার আমানত তুমি নিবা, আমি কে!
আমি অধম কিছুই নাই পাপীর ভবে,
মায়ার নদীতে মানব তরী ডুবাও না সাঁই, মানুষ হয়ে মরতে চাই।