পাপ পূণ্যের বিচারক সাজিয়াছে যারা,
তারাই তো জানে না পাপ পূণ্যের কয়টি দ্বারা।
পাপকে তারা পূণ্য বলে, পূণ্যকে পাপ বলে
সাধু ভণ্ডের খেলা, স্বার্থে পাগল পাড়া
বিচারক সাজিয়াছে যারা।
চন্দ্র সূর্য আসমান জমিন, সবকিছু নয়তো রঙিন
সাদা কালোতে আছে ঘেরা,
জ্ঞানী হইলেই বুঝে রঙিন কয় কারে
সাধু ভণ্ডের খেলা।
অধমের কর্মদোষে বিচারক নাহি চিনে সে,
পাপ পূণ্যের হিসাব কষে, হয়েছি দিশেহারা
পাপ পূণ্যের বিচারক সাজিয়াছে যারা,
তারাই তো জানে না পাপ পূণ্যের কয়টি দ্বারা।