যতই আসুক দুঃখ আঘাত
তবু মন করিস না তুই প্রতিবাদ
আমি ঐ চরণে রেখে মাথা
বলবো আমার মনের কথা
ঘুচে যাবে সকল দুঃখ ব্যথা,
আমি কী দেখেছি ঐ রূপে
বলবো মন কেমন করে
দেখলে মন তুইও ওরে
হইবি তাঁর দাস,
তবু মন করিস না তুই প্রতিবাদ।
আমি কী ভাবে তারে বলবো
কোন ভাষায় তারে ডাকবো
যদি সে দয়া করে আসে মোর হৃদয় ঘরে
দেখবে তাঁর বসবাস,
আমি পাপী যে তাঁর প্রেমের কাঙ্গাল
হইতে চরণদাস কাঁদি গোলাম
দিতে পারি তাঁর জন্য এই জীবনখানি
তাঁর দয়াতেই আমি পাপী বাঁচি,
যতই আসুক দুঃখ আঘাত
তবু মন করিস না তুই প্রতিবাদ।
বলবো মন কেমন করে
তারে রেখেছি এই হৃদয় জুড়ে।