আমি প্রাণপাখি
খাঁচায় কইরা বন্দী
একলা ঘরে আন্দা হইয়া
মাঝে মধ্যে কান্দি
আমি সুখের দেখা পাইলাম নারে
গেলাম সুখের দুয়ারে
দিলো ব্যাথা যতন কইরা
ক্যাম্নে সে পারে
কত ঘরে আলো জ্বলে
করে তারা খেলা
আমার জীবন এম্নে গেলো
হায়রে অবহেলা
অন্ধকারে জীবনটা আমার
হইতে না পারলাম তার
শুধু হাইসা গেলাম
চাঁন্দের মতো হাসি
একলা ঘরে আন্দা হইয়া
মাঝে মধ্যে কান্দি