মিমের রূপ দেখিয়া
আলিফ বলে প্রিয়া
তুমি বিনে আমি না
রূপ বিনে রূপের সাধন
হয় না।
নয়নে রূপ বাঁধিয়া
আলিফ মিম এক করিয়া
আঁধার ঘরে যাও হারিয়া
দেখবে আপন প্রিয়া
রূপ বিনে রূপের সাধন
হয় না।
সকল রূপ যাবে মারা
ঐ রূপ ছাড়া
দেখো পড়ে ত্রিশ পারা
অধম খাবি ধরা
রূপের সাধন করলি না
রূপ বিনে রূপের সাধন
হয় না।