দয়াল দেখেন
দয়াল শুনেন,
দয়াল বিচার করিবেন।
দয়াল ছাড়া কেউ বুঝে না
কাঙালের মনের বেদনা
কাঙালের যাতনা,
তিনিই ঘুচে দিবেন
তোমার আমার সকল বেদনা।
দয়াল দেখেন
দয়াল শুনেন।
সুখে রাখুক আর দুঃখে রাখুক
যেমন খুশি তেমন,
এটাই তার সুবিচার
আমার কাছে আপন।
দয়াল ছাড়া কেউ বুঝে না
কাঙালের মনের বেদনা
কাঙালের যাতনা।
ভালোবাসুক কিংবা করুক ঘৃণা,
আমি তো তারই সৃষ্টি।
তবে কিসের এত চিন্তা
পেলে বেদনা?
ভুলে গিয়ে সকল যাতনা
মন,
আনন্দে-
আল্লাহু আল্লাহু জপো না।