জানি জানি সবই জানি
এই জানার নাই দাম,
জানাটা যেমন প্রয়োজন
মানাটাও হয় যে আপন।
জানলে না মানলে পরে
লাভ হবেনা মাটির ঘরে,
জানি জানি সবই জানি
এই জানার নাই দাম।
কত কষ্ট গর্ভধারিণী মা করেছে
জন্মদাতা পিতার গায়ের ঘাম ঝরেছে,
সে বাবা মাকে ভুলে
কার কপালে চুমু দিলে!
পিতা মাতার ঠিকানা ক্যান বৃদ্ধাশ্রম?
মুর্শিদ আমার দেওয়ানবাগী বলেন
পিতার মাতার মনে কষ্ট দিলে,
কেউ পাবে না আল্লাহ ও তাঁর প্রিয় নবিকে।
জানি জানি সবই জানি
এই জানার নাই দাম,
পিতা মাথা যাদের আছে বেঁচে করো সেবা
হবে খুশি মাহবুব-এ-খোদা।
জানি জানি সবই জানি, মানি না
প্রকৃতঅর্থে তুমি কিছুই জানলে না,
জানার মতো যদি জানতে
জেনে তুমি মানুষ হতে।
মানুষের মনে কষ্ট দিয়ে
সিজদা দিলে মসজিদ ঘরে,
পাওয়া যায় না মাওলা।
জানলে না মানলে পরে
কিছুই না তুমি জানলে,
জানি জানি সবই জানি
এই জানার নাই দাম।