খোদা তোমার সৃষ্টি ফেসবুকে বেশ করে ধর্ম পালন,
আচ্ছা তুমিও কি এখানে করো পাপ পূন্য নিয়ে বিচারের আয়োজন?
করলে তুমি তোমার ফেসবুক আইডির নাম রেখেছো কি?
ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়ে আমিও হই তবে ধার্মিক।
ধর্ম কি লোক দেখানো আর ফেসবুক স্ট্যাটাস?
তারাবির নামাজ ডান, সেহরি ডান, ইফতার ডান।
শয়তানরা সব ধর্মের লেবাস পরে আসলে মাহে রমজান,
মানুষকে দিতে ধোকা সাজে সাচ্চা মুসলমান।
ভোরের পাখির কন্ঠে শুনি খোদার গুণের তেলাওয়াত,
বলে গেলো সে মধুর সুরে শুদ্ধ হও এবার।
ভোরের বাতাসে শুনি খোদার জিকির, বলে গেলো সে এবার,
কায়েম করো ধার্মিক (আস-সালাতু মিরাজুল মুমিনিন) হুজুরি দিলে নামাজ।
হে ধার্মিক শুদ্ধ হও এবার,
তাকওয়ার মাস, সংযমের মাস, এলো পবিত্র মাহে রমজান।
রোজা তো নয় ধার্মিক সেজে অন্যের ক্ষতি করা,
রোজা হচ্ছে শুদ্ধ মানুষ হওয়া, মরার আগে মরা।
দমন করে লোভ লালসা হিংসা বিদ্বেষ,
খুঁজে নিতে হয় চিনে নিতে হয় নিজেকে,- নিজের আপন দেশ।