ধনী হয় আরও ধনী
গরীবের মাথায় দিয়ে বারি,
অযোগ্যরা যোগ্য চেয়ারে
যোগ্য মানুষ পথে ঘুরে,
অর্থ আর ক্ষমতার জোরে
দূর্নীতি কতজনে করে,
বাঙালির রূপের নাই যে শেষ
যে যেমনে পারে লুটে খায় সোনার বাংলাদেশ।
মিথ্যা বলা মহা পাপ
বলে দিছে মাস্টার সাব,
পাপী চোখে যা দেখি
মুখে আমরা তা না বলি,
বঙ্গবন্ধুর হয়েছে মরণ
গরীবের পক্ষে কথা বলার কারণ,
বাঙালির রূপের নাই যে শেষ
যে যেমনে পারে লুটে খায় সোনার বাংলাদেশ।
বনের হাতি জানে এই মানুষের কথা
ডলফিনের হৃদয়ে জমে আছে বহু ব্যথা,
পাপী মুখে কি আর বলি
মানুষ গেছে অমানুষ হয়ে দু’চোখেতে দেখি,
বাঙালির রূপের নাই যে শেষ
যে যেমনে পারে লুটে খায় সোনার বাংলাদেশ।
উচিত কথা বললে আমি হই দোষী
তোমাদের আদালতে দাও আমারে ফাঁসি,
কাগজ কলম কেড়ে নিয়ে
জেলে নেও ভরে,
মানুষের কথা লিখলে
ঠিকানা হয় কবরে,
বাঙালির রূপের নাই যে শেষ
যে যেমনে পারে লুটে খায় সোনার বাংলাদেশ।