দুনয়ন রক্তে রক্তাক্ত পিঠে বুকে গুলি
বাংলা ভাষা বাংলা কইছি
তাতে ওরা মারছে বুকে গুলি।
১৭৫৭-তে কেঁদেছো মাগো তুমি
১৮৫৭-তে কান্দো দিন রজণী
৫২-তে ভাই ডেকে কান্দে দিদিমণি,
বাংলা ভাষা বাংলা কইছি
তাতে ওরা মারছে বুকে গুলি।
হইলো রক্তে লাল বাংলা মাটি আমার
প্রিয়জন হারায়েছি রাখতে বাংলার মান,
বাংলা ভাষা বাংলা কইছি
তাতে ওরা মারছে বুকে গুলি।
৭১-রে অত্যাচার পিঠে বুকে গুলি
বাবা আমার যুদ্ধে গেছে,
নির্যাতিত বোনের লাশ পড়ে আছে
ভাইয়ের লাশ পানিতে ভাসে,
শুকুনেরা দেখে হাসে!
বাংলা ভাষা বাংলা কইছি
তাতে ওরা মারছে বুকে গুলি।
বাংলা মাগো কি বলবো ইতিহাসের কথা
পড়লে মনে বীর-বাঙালির বুকে বাড়ে ব্যথা,
তোমারই মুখে বাংলা কথা প্রকাশ হয় জানি
কইরোনা মা তোমার সন্তানকে বিদেশি ভাষায় জ্ঞানী,
বাংলা ভাষা বাংলা কইছি
তাতে ওরা মারছে বুকে গুলি।