যারা আজ সাজিয়াছে তোমার চির আপন
তারাও যাবে ছেড়ে একদিন মায়ার বাঁধন।
শুনরে আমার মন, আসার যাওয়ার পথে-
কেউ কারো নয়, যে যার মতো রয়।
দেখো তোমার নিজ ঘরে-
অর্পূব সাজে, কে যেন খেলা করে!
রয়েছো ভুলিয়া তুমি তাহারে,
করোনি স্মরণ নিজ ঘরে।
তোমাতে থাকিয়া সে ভাবে তোমারে।
শুনরে আমার মন, আসার যাওয়ার পথে-
কেউ কারো নয়, যে যার মতো রয়।
যাবে উড়ে যেদিন
কাঁদবে তুমি সেদিন,
আসবে নিতে শ্রেষ্ট গাড়ি দিয়ে
থাকবে তুমি মাটির ঘরে
সাদা কাপড় পড়ে।
যারা আজ সাজিয়াছে তোমার চির আপন
তারাও যাবে ছেড়ে একদিন মায়ার বাঁধন।