তোমার কথা আমি শুনেছি
শুনেছি আমি তোমার কথা
তোমার কথা আমি ভেবেছি
ভেবেছি আমি তোমার কথা,
তোমার পথে আমি পথ চলতে চেয়েছি
চেয়েছি তোমার পথে পথ চলতে
আমি মুক্তি চাইনি, চাইনি মুক্তি
চেয়েছি ভক্তি চেয়েছি সাহস শক্তি, দাও ভক্তি
দাও তোমার নূরের চরণ চুমিতে
খোদার মাহবুব তুমি যে।
কত কবি তোমায় নিয়ে লিখে কবিতা
শিল্পী গায় গান
আমি কিছুই লিখতে পারিনি তোমায় নিয়ে
গাইতে পারিনি তোমার শান ও মান,
শুধুই চেয়েছি তোমায় মহান।
আমি আর কিছুই চাইনা গো
শুধুই চাই তোমার নূরের চরণ,
তোমার নূরের চরণ চুমিতে চুমিতে
হয় যেন আমার মরণ।
ওগো দয়াল কেউ আমায় সাহেব বলুক
সে কথা শোনার ইচ্ছে আমার নেই,
তুমি তোমার দাস বলে ডাকলেই ধন্য অধমে।
শুধুই চেয়েছি আমি তোমায়
বহুবার, বহুকাল, বহুজনম
দিও প্রেম ভক্তি, তোমার দয়া ভিক্ষা আমায়
তোমার নূরের চরণ চুমিতে চুমিতে
হয় যেন মরণ আমার।