হৃদয় কাঁদে পরলে মনে
বুকে বাড়ে ব্যথা
কারবালার ঘটনার কথা,
আসমান লাল জমিন লাল
রক্তেলাল কারবালার ময়দান।


মোহাম্মদী সৈনিক ৭২জন
এজিদ ২২হাজার,
কিভাবে হয় যুদ্ধ
বলবে কী কেউ একবার?


হাসান শহিদ বিষ পানে
হোসাইন শহিদ তিরে,
মোহাম্মদী সৈনিক হইলেন শহিদ
এজিদের চক্রান্তে।


এজিদ নহে হিন্দু
নহে বৌদ্ধ খ্রিস্টান,
এজিদ ছিলো নবির প্রেম বিহীন
নামধারী মুসলমান।


হৃদয় কাঁদে পরলে মনে
বুকে বাড়ে ব্যথা
কারবালার ঘটনার কথা।


দুলদুল ঘোড়া ছুটে যায় মদিনায়
যদি গো নবির দেখা পায়,
কাঁদে গো নবির প্রেমিক
সেইদিন হয়ে অসহায়।


জিন্দা রাখতে ইসলাম
জীবন দিলেন সঁপে,
তবুও না হইলেন নত
এজিদের কাছে।


জীবনের চেয়ে ঈমানের
মূল্য অনেক বেশি,
তাই সঁপে দিয়েছেন জীবন
বিশ্বনবিকে ভালোবাসি।