আচ্ছা সেলেব্রিটি হলে কী লাভ হয়?
সেলেব্রিটি হলে কী গাড়িতে চলাচল ফ্রি?
সুপার শপ, শপিংমলে কেনাকাটা ফ্রি?
সেলেব্রিটি হলে কী চায়ের দোকানের চা,
কফি শপের কফি, রেস্টুরেন্টের খাবার একদম ফ্রি?
ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল মওকুফ?
সেলেব্রিটি হলে কী ধোপা কাপড় ধোয়া ও ইস্ত্রি ফ্রিতে করে দেয়?
মুচি কী ফ্রিতে জুতা পালিশ করে দেয়?
যদি সেলেব্রিটি হলে এগুলো কিছুই ফ্রিতে হয় না
তাহলে তো সেলেব্রিটিরা বাকি আট দশটা মানুষের মতোই,
অযথা ক্যান সেলেব্রিটি সেলেব্রিটি করে সেলেব্রিটির নেশায় সময় নষ্ট?
সেলেব্রিটিও টাকা খরচা করে গাড়িতে চলে
সেলেব্রিটিও টাকা খরচা করে শপিং করে, রেস্টুরেন্টে খাবার খায়
সেলেব্রিটিও ঘড় ভাড়া সহ সকল বিল পরিশোধ করে,
তাই বলছি সেলেব্রিটির নেশায় না ছুটে মানুষ হই
মনুষ্যত্ব বোধ হারিয়ে পশুত্ব ধারণ করো না কেউ,
সেলেব্রিটি হওয়ার কী দরকার মানুষ হই।