মাতৃগর্ভে থাকে শিশু, পিতা- মাতা হাসে
পৃথিবীতে এসে শিশু অঝোর নয়নে কাঁদে,
পিতা- মাতার আদর পেয়ে শিশু হাসে।
হোক না শিশু সাদা কালো গরীব- ধনী
খুঁজে দেখো পাবে মন একই রকমই,
নবজাতক শিশু বিধাতার ভালোবাসায় সিক্ত
তাই তো তারা জন্ম নেয় হয়ে সকল পাপ মুক্ত।
শিশু নির্যাতন করতে হবে বন্ধ
এরাই হবে আগামীর নক্ষত্র,
নির্যাতিত শিশু যদি রুখে দাঁড়ায়
কে হবে লজ্জিত বলো আমায়?
শিশুদের হাতে তুলে দাও খাতা কলম গো
ভবিষ্যতে এই শিশুরাই হবে আগামীর নক্ষত্র।
তাদের হাত ধরে বাংলা পাবে আলোর পথ ভাই,
হোক বন্ধ শিশু নির্যাতন
এই শিশুরাই আগামীর নক্ষত্র ধরায়।