কুয়াশার মত ঢেকে যায়
অসহায় মানুষের জীবন,
ঠান্ডায় থরথর করে কাঁপছে গা
দুঃখ বেদনা হায়।
কত মানুষ এই শহরে,
ঠান্ডা বাতাস লাগে গায়ে,
কেউ দেয় না এসে,
গরম কাপড় ওরে।
শুনি কথা মানবতা
পাইনি ভাই তার দেখা,
আমার মাঝে থাকে আমারই যন্ত্রণা।
অসহায় মানুষ কেঁদে কেঁদে বলে
একটাই কথা, কোথায় সেই মানবতা?
টাই-কোর্ট পরে কত সাহেব ঘুরে,
রঙিন এই শহর জুড়ে।
অসহায় মানুষের দুঃখ বেদনা
কেউ বুঝিয়াও বুঝিতে চায় না।
কুয়াশার মত ঢেকে যায়
অসহায় মানুষের জীবন।
শীতের সময় কেউ ঘুচে দেয় না
পথ মানুষের দুঃখ বেদনা।
আসবে কবে মানবতা ফিরে
সেই আশায় ওরে,
সুখে দুখে থাকি পথে পড়ে।
আমার মাঝেই থাকে আমার বেদনা।