প্রিয় সুকান্ত, তুমি হয়ত দূর আকাশে বেশ আছো।
“দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা,
আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।”
তুমি কি সত্যিই লেখার স্বাধীনতা পেয়েছো?
প্রিয় সুকান্ত, লেখার স্বাধীনতা আমি পাইনি।
প্রিয় সুকান্ত, আমার হাতের কলম জনম দুঃখি
লিখতে গেলে ভিজে যায় খাতা
আমি লিখতে পারিনা মনের কথা, করতে পারিনা বিদ্রোহ।
পাইনা খুঁজে নজরুল, পাইনা খুঁজে তোমায়,
কেউ আর লেখে না এখন “কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল কর রে লোপাট।”
সবাই এখন ব্যস্ত নিজেকে নিয়ে
নিজেরটুকু পেলেই বিদ্রোহের সমাপ্তি ঘটে,
প্রিয় নজরুলের মত, তোমার মত,
মানুষকে নিয়ে ভাবার সময় এখন আর কারোর নেই।
প্রিয় সুকান্ত, একবিংশ শতাব্দীর এই সময়ে
সত্যের পক্ষে কেউ থাকেনা, কেউ লেখে না সত্য কথা,
জেলের ভয় মৃত্যুর ভয়, যদি বন্দুকের গুলি বুকে বিঁধে।
প্রিয় সুকান্ত, অন্যায় আর অনিয়মে ছেয়ে গেছে দেশ
সবাই এখন মিথ্যে বলছে, বলছি ভালো আছি বেশ।
দুর্নীতির পাহাড় গড়েছে জাতি
আছে নীতি কথা, ন্যায়ের পথে কেউ নেই ব্যস্ত অর্জনে খ্যাতি!
প্রিয় সুকান্ত, প্রিয় নজরুল,
বাঁচাতে হবে মাতৃভূমি ফোটাতে হবে সত্যের ফুল,
তোমরা ফিরে এসো, এসো বিদ্রোহ করি।