তোমরা ডিপ্রেশন ডিপ্রেশন করো,
একবার মেডিকেলগুলোতে গিয়ে দেখো
একবার পথে থাকা অসহায় মানুষগুলোকে দেখো,
জীবন কাকে বলে, কিসের জন্য কাঁদো?
সুন্দর জীবন পেয়েও ডিপ্রেশন ডিপ্রেশন করো,
এমন জীবন অনেকের কাছে আশা কিংবা স্বপ্ন।
ডিপ্রেশন আমার কাছে মুড়ি আর পানির মত,
ভিজিয়ে চিবিয়ে খাই ডিপ্রেশন আছে যত।
ডিপ্রেশন যখন তোমায় ছুঁইবে,
তুমি তখন তাকে উল্টো গান শুনাইবে।
বাবা মায়ের হাত পা টিপে দিবে, নিবে বাবা মায়ের যত্ন
পাবে তুমি শান্তি তোমার হৃদয় হবে মহা রত্ন,
নিজের ঘর নিজে করবে পরিস্কার
নিজের টয়লেট নিজে করবে পরিস্কার,
জামা কাপড় কাচবে, কাচবে ডিপ্রেশন আছে যত তোমার
পরিস্কারে পরিস্কারে থাকবে না ডিপ্রেশন আর।
ডিপ্রেশন হবে তোমার কাছে নত,
ভিজিয়ে চিবিয়ে খাবে ডিপ্রেশন আছে যত।
একবার মেডিকেলগুলোতে গিয়ে দেখো
একবার পথে থাকা অসহায় মানুষগুলোকে দেখো,
জীবন কাকে বলে, কিসের জন্য কাঁদো?
সুন্দর জীবন পেয়েও ডিপ্রেশন ডিপ্রেশন করো,
এমন জীবন অনেকের কাছে আশা কিংবা স্বপ্ন।