মুর্শিদ আমার দেওয়ানবাগী
আঁধার ঘরে আলো
তাহার মতো এই জগতে
বাসে না কেউ ভালো।
পাহাড় পর্বত বন জঙ্গল
বিপদে করলে স্মরণ
উদ্ধার করে দেওয়ানবাগী
হয়ে চির আপন।
দেওয়ানবাগী একার নহে
সকলের মাঝেই থাকে
দেখতে পাবে মন হৃদ মাঝে
দয়াল বলে গ্রহণ যে করে।
তাঁরই পরশে মানব জমিনে
ফোঁটে নূরের ফুল,
সেই ফুলের ঘ্রাণে
ব্যাকুল হয় আশেকে রাসুল।
দেওয়ানবাগী মুর্শিদ বাবা
এ-বাংলার শ্রেষ্ঠ সম্পদ,
যতন করিয়া রাখিব ধরিয়া
দয়াল আপনার নূরের কদম।
মুর্শিদ আমার দেওয়ানবাগী
আঁধার ঘরে আলো
তাহার মতো এই জগতে
বাসে না কেউ ভালো।