এতো সুন্দর মানুষ কী আর হতে পারে?
দেখিয়াছি আমি যারে।
সেদিন ছিল গভীর রাত বাহিরে একলা
বন্ধ ঘরে অন্ধকারে রূপের খেলা,
সে রূপের বর্ণনা সকলে নাহি বুঝে
বুঝে সেজন মরার আগে জগতে যে মরে।
ধরি চরণ করি মিনতি
মানুষ হতে অধম কাঁদি,
মানুষ হতেই এই মানুষে জগতে আসে
পশু যুগে যুগে মরে আর বাঁচে!
যে বাঁচার নাই মূল্য। শ্রেষ্ঠ হচ্ছে মানুষ,
তাই মানুষ হতে খুঁজি নিজের দোষ,
মানুষ হয়ে এই মানুষের পাশে যেন থাকি
মানুষই শ্রেষ্ঠ, তাই মানুষ ভালোবাসি।