আমি মরি মরি ছয় ডাকাতের ডাকাতিতে
সর্বস্ব নিচ্ছে কেড়ে দিনে রাতে।
প্রথম নিলো কেড়ে আমার শৈশব কাল
জ্বালিয়ে হৃদয়ে আনন্দের মশাল,
যৌবন কালে কামের জ্বালা
গাঁথলো না মন প্রেমের মালা।
গেলো রে মন সবই বাঁচলো না আর কিছু
যা দিয়ে সৃষ্টি হতো শুদ্ধ একটা শিশু,
যে হবে আমার মতো
আমি হবো তার মতো।
আমার পরিচয় সে হবে
তার পরিচয় আমি হবো,
দুইয়ে মিলে একে রবো।
আমি মরি মরি ছয় ডাকাতের ডাকাতিতে
সর্বস্ব নিচ্ছে কেড়ে দিনে রাতে।